কলাপাড়ায় গত ২৪ ঘন্টায় “অপারেশন ডেভিট হান্ট” পরিচালনায় ৬জনকে গ্রেফতার

- আপডেট সময় : ০৫:৪৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
গত ২৪ ঘন্টায় পুলিশ “অপারেশন ডেভিট হান্ট ” পরিচালনায় কলাপাড়া ও মহিপুর এলাকা থেকে সাবেক ইউপি চেয়ারম্যান সহ ৬ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ্দ করেছেন।
কলাপাড়া ও মহিপুর থানা পুলিশ ভিন্ন- ভিন্নভাবে “অপারেশন ডেভিট হান্ট ” উপলক্ষে গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কারণে শুক্রবার গভীর রাতে তাদেরকে গ্রেফতার করছে। গ্রেফতারকৃতরা হলো, টিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ আখতারুজ্জামান কোক্কা, বিদায়ী ফ্যাসীবাদ আমলে খেপুপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগের সহসভাপতি মোঃ সাইফুর রহমান শুভ, ধুলাসার ইউনিয়ন পরিষদ সাবেক মেম্বার ও আওয়ামী লীগ সরকারের আমলে সু্বিদাবাদী নেতা মোঃ শফিকুল ইসলাম , মিঠাগজ্ঞ ইউনিয়নের যুবলীগ নেতা মোঃ ফেরদৌস, ডালবুগজ্ঞ ইউনিয়ন সাবেক আওয়ামী লীগ নেতা মোঃ রুহুল আমিন হাওলাদার, কুয়াকাটা পৌরসভা ৯ নং ওয়ার্ডের সভাপতি মোঃ রুহুল আমিন মোল্লাকে চাদাঁবাজীসহ বিভিন্ন অপরাধে দায়ের কৃত মামলায় পলাতক আসামী বলে, গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতদেরকে শনিবার কলাপাড়া উপজেলা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, আদালতে সোপর্দ করেছেন।