প্রবাসী বাংলাদেশিদের জন্য আশার আলোঃ চড়ুই আইটি একাডেমি থেকে অনলাইনে আয় শুরু করলেন শতাধিক প্রবাসী!

- আপডেট সময় : ০৬:০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
প্রবাসীদের জন্য নতুন সুযোগ নিয়ে আসলো চড়ুই আইটি একাডেমি।
বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে কষ্টকর জীবনযাপন করছেন। তবে, এখন এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে গেছে তাদের জন্য। চড়ুই আইটি একাডেমি তাদের জন্য একটি বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে, যার মাধ্যমে প্রবাসীরা অনলাইনে ব্যবসা শুরু করে অর্থ উপার্জন করতে পারছেন। এ উদ্যোগের মূল আকর্ষণ হলো “Amazon A to Z Business” লাইভ কোর্স, যা প্রবাসীদের হাতে তুলে দিয়েছে ডিজিটাল ইনকামের নতুন পথ।
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এখন অ্যামাজন-এ ব্যবসা শুরু করে ঘরে বসেই আয় করতে পারছেন। শুধু মাত্র মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে ব্যবসা পরিচালনার সুযোগ পাচ্ছেন তারা। এই কোর্সটি বিশেষভাবে তৈরি করা হয়েছে প্রবাসীদের জন্য, যারা বিদেশে কাজের পাশাপাশি নতুন কোনো সৃষ্টিশীল উপার্জনের পথ খুঁজছেন।
কোর্সের মূল উদ্দেশ্য
চড়ুই আইটি একাডেমি প্রবাসীদের ডিজিটাল স্কিল শিখিয়ে তাদের স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই কোর্সের মাধ্যমে, প্রবাসীরা অ্যামাজন সেলার হিসেবে নিজেদের ব্যবসা শুরু করতে পারবেন, প্রোডাক্ট রিসার্চ, সাপ্লায়ার খোঁজা, প্রোডাক্ট লিস্টিং, মার্কেটিং এবং সেল করার কৌশল শিখতে পারবেন। কোর্সটি লাইভ ক্লাস হিসেবে প্রদান করা হয়, যেখানে শিক্ষার্থীরা প্রশিক্ষকদের সাথে সরাসরি যোগাযোগ করে প্রশ্ন করতে এবং সাপোর্ট পেতে পারেন।
বাস্তব সাফল্যের গল্প
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এই কোর্সের সাফল্য দৃষ্টান্তমূলক। সৌদি আরবের মিজানুর রহমান বলেন, “আমি সৌদি আরবে কাজের পাশাপাশি এই কোর্সটি করি। শুরুতে খুব একটা ধারণা ছিল না, তবে এখন আমি অ্যামাজনে সেলার হিসেবে নিজের প্রোডাক্ট লিস্টিং করছি এবং ছোট ছোট অর্ডার পাচ্ছি। সত্যিই এই কোর্সটি আমার জীবনে নতুন এক সুযোগ এনে দিয়েছে। এখন আমি জানি, বিদেশে থেকেও আমি ঘরে বসে আয় করতে পারি।”
ওমানের জাহিদ ভাই বলেন, “একসময় আমি মনে করতাম বিদেশে শুধুমাত্র শ্রম দিয়ে আয় করা সম্ভব। কিন্তু এখন বুঝতে পারছি যে, স্কিল থাকলে ঘরে বসে আয় করা সম্ভব! এই কোর্সের মাধ্যমে আমি অনলাইনে ব্যবসা শুরু করেছি এবং কিছুদিনের মধ্যেই ফল পাচ্ছি।”
কোর্সে শিখবেন যা কিছু:
- অ্যামাজনে ব্যবসা শুরু করার কৌশল: কীভাবে অ্যামাজনে সফল সেলার হওয়া যায়।
- প্রোডাক্ট রিসার্চ ও সাপ্লায়ার খোঁজা: প্রোডাক্ট সিলেকশন এবং সাপ্লায়ার খুঁজে পাওয়ার সঠিক পদ্ধতি।
- প্রোডাক্ট লিস্টিং, মার্কেটিং ও সেল: সঠিকভাবে প্রোডাক্ট লিস্টিং করা, মার্কেটিং কৌশল ব্যবহার করা এবং সেল বাড়ানোর টিপস।
- ইনকাম বাড়ানোর স্ট্র্যাটেজি: কীভাবে ব্যবসা বৃদ্ধি করা যায় এবং ইনকাম স্ট্রিম তৈরি করা যায়।
- প্র্যাকটিক্যাল লাইভ ক্লাস ও সাপোর্ট: লাইভ ক্লাসের মাধ্যমে হাতে-কলমে শেখা এবং ২৪ ঘণ্টা সাপোর্ট।
বিশেষ সুবিধাসমূহ:
- ১০০% টাকা ফেরতের গ্যারান্টি: ৬ মাসে ইনকাম শুরু না হলে শিক্ষার্থীদের টাকাও ফেরত দেওয়া হবে।
- ২৪ ঘণ্টা লাইভ সাপোর্ট ও মেন্টর গাইড: যেকোনো সমস্যা বা প্রশ্নের জন্য ২৪ ঘণ্টা সাপোর্ট এবং ব্যক্তিগত মেন্টর গাইড।
- মোবাইল বা ল্যাপটপ দিয়েই শেখার সুযোগ: কোর্সটি মোবাইল বা ল্যাপটপ দিয়ে যেকোনো স্থানে বসেই করা সম্ভব।
- প্রবাসে বসে লাইভ ক্লাসে অংশগ্রহণের ব্যবস্থা: বিশ্বের যেকোনো জায়গা থেকে প্রবাসীরা লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন।
কোর্সে এনরোল করার জন্য যোগাযোগ:
চড়ুই আইটি একাডেমি তাদের শিক্ষার্থীদের জন্য একটি নতুন সুযোগ তৈরি করেছে। প্রবাসীরা এখন ঘরে বসে অনলাইনে আয় করার সঠিক পথ জানতে পারছেন এবং নতুন ইনকাম স্রোত তৈরি করতে সক্ষম হচ্ছেন। যারা এ সুযোগটি গ্রহণ করতে চান, তারা খুব সহজেই কোর্সে অংশগ্রহণ করতে পারেন।
- ওয়েবসাইট: choruibd.com
- হোয়াটসঅ্যাপ/ইমো: [01724412365]
- ফেসবুক: [https://www.facebook.com/chorui.itacademy]
চড়ুই আইটি একাডেমি — প্রবাসীদের জন্য ডিজিটাল ইনকামের নির্ভরযোগ্য পথ।
“বিদেশে আছেন, মন দেশে—এখন আয়ও হোক নিজের হাতে!”