গণপরিষদ ভোট নয়, সংবিধান সংশোধন দরকার: সালাহউদ্দিন আহমেদ

- আপডেট সময় : ১০:০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
রাষ্ট্র কি নতুন হয়েছে প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, এখানে গণতন্ত্রের চরিত্র হারিয়েছে, তাই গণপরিষদ ভোট নয়, সংবিধান সংশোধন দরকার।
রোববার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের প্রস্তাবনা জমা দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংশোধনের কিছু প্রস্তাবে নির্বাচিত প্রতিনিধি ক্ষমতা খর্বের প্রস্তাব মানে না বিএনপি। ৭১ ও ২৪ কে এক পর্যায়ে আনা সমুচিত নয়।
তিনি বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আদলে লোয়ার জুডিশিয়ারির প্রস্তাব করেছে বিএনপি। নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্টে ২৭টি প্রস্তাবের মধ্যে অধিকাংশ প্রস্তাব সংবিধান সংশোধনের সঙ্গে সংশ্লিষ্ট।
এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কারের মতামত জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে গিয়ে লিখিত মতামত জমা দেয়।