পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুপালী ব্যাংকের রাশেদ গ্রেফতার

- আপডেট সময় : ০৫:৩১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে অসৎ উপায় অবলম্বনকারীদের সহায়তার অভিযোগে রুপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার রাশেদুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
রাশেদুল আলম বর্তমানে রুপালী ব্যাংকের প্রধান অফিসে মোবাইল ব্যাংকিং শাখায় কর্মরত।
রাশেদের দেয়া তথ্য মতে গেন্ডারিয়া থানা পুলিশ তার সহযোগি মোস্তাফিজুর রহমানকেও গ্রেফতার করে। পরে তাদের দুজনকে আদালতে প্রেরণ করে পুলিশ।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাসান মাসুদ বলেন, আসামীদ্বয়কে রাজধানীর দিলকুশা এলাকা থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আসামীর নিকট থেকে একটি ইলেকট্রনিকস ডিভাইস উদ্ধার করা হয় এবং আসামীকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্যানুযায়ী আরেকজন আসামীকে গ্রেপ্তার করা হয়। এই আসামির নিকট থেকেও আরেকটি সেইম ডিভাইস উদ্ধার করা হয় এবং তার মোবাইল থেকে AAAA নামে একটি whatsapp group এর সন্ধান পাওয়া যায়। যার মেম্বার সংখ্যা ৭ জন।